প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীর তেঁতুলতলার মোড়ে দুর্বৃত্তদের প্রকাশ্যে গুলিতে অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ণব মোটরসাইকেলের ওপর বসে চা খাওয়ার সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, ঘটনাস্থলটি ক্রাইম সিনের আওতায় নেওয়া হয়েছে এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
অর্ণবের পরিবার ও বন্ধুদের কাছ থেকে জানা যায়, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন। তবে হত্যার কারণ সম্পর্কে কেউ নিশ্চিত নন।