প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিল করা হয়েছে। এবার শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। বিষয়টি যৌক্তিক সংস্কার হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়টিকে সর্বজনীন করতে চাই। ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে।’
এদিন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের ৭টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হয়।
চলতি বছর এই ইউনিটে ২,৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেন। অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে ৪৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঢাকায় ৭১ হাজার ৪ জন এবং বিভাগীয় শহরগুলোতে ৫৪ হাজার ৪৯৬ জন পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কোটা সংস্কারসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।
উল্লেখ্য, গত বছর এই ইউনিটে ১ লাখ ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে ১০ হাজার ২৭৫ জন পাস করেন।