প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়ির সামনে ধারণ করা হয়েছে। এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ৩১ জানুয়ারি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিং উপলক্ষে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের মঞ্চের সামনে বসে জমজমাট মেলা। সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার মানুষ। আমন্ত্রিত দর্শকদের পাশাপাশি লাখো মানুষ উপস্থিত হন অনুষ্ঠান উপভোগ করতে।
এবারের অনুষ্ঠানে রয়েছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে একটি পরিচিতিমূলক গানের পরিবেশনা, যেখানে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।
এবারের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন দুই প্রজন্মের কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঠাকুরগাঁওকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন রোহিত খান, কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব, অয়ন চাকলাদার ও সানজিদা রিমি। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।
ঠাকুরগাঁওয়ের মঞ্চে এবার নাতিকে দেখা গেলেও দেখা যায়নি নানিকে। সাথিহারা নাতি কী করেছে এবারের ইত্যাদিতে, সেটাই দেখা যাবে অনুষ্ঠান প্রচারের দিন। এ ছাড়া ইত্যাদির নিয়মিত পর্ব চিঠিপত্র পর্ব ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু তীক্ষ্ণ তির্যক নাট্যাংশ।
জ্যোতিষের অনিশ্চিত ভবিষ্যৎ, একালের বিবাহবার্ষিকীতে সেকালের উপহার, সময়ের বিবর্তনে ঘরোয়া ভাষার পরিবর্তন, সবজিবাজারে ঘোরগ্রস্ত ক্রেতা, চিৎকারসর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎকার, পারিবারিক শিক্ষা বনাম পারিপার্শ্বিক শিক্ষা, ইউটিউবের নেশায় বিপর্যস্ত পারিবারিক পরিবেশ, নিজের বেলায় ষোলো আনা, দিন যায় কথা থাকে, চাপা আতঙ্কসহ বেশ কয়েকটি নাট্যাংশ।
অংশ নিয়েছেন আবদুল আজিজ, বাবুল আহমেদ, সুভাশিষ ভৌমিক, মোমেনা চৌধুরী, সোলায়মান খোকা, আবদুল্লাহ রানা, মাহফুজুর রহমান, আল মামুন, জিল্লুর রহমান, মাহমুদুল ইসলাম, কাজী আসাদ, মামুনুল হক, প্রাণ রায়, জয়রাজ, আমিন আজাদ, শাহেদ আলী, মুকিত জাকারিয়া, তারিক স্বপন, কামাল বায়েজিদ, বিলু বড়ুয়া, নিপু, আনোয়ার শাহী, জাহিদ শিকদার, জামিল হোসেন, আনন্দ খালেদ, সজল প্রমুখ। উল্লেখ্য, দর্শকপ্রিয় ইত্যাদি এ বছর পা রেখেছে তার ৩৭তম বছরে।