প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফারুকী লিখেছেন, “বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বাংলা একাডেমির নীতিমালা ও পরিচালন পদ্ধতির আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে। দেশের সংস্কার হবে, তবে বাংলা একাডেমি সংস্কার হবে না—তা হতে পারে না।”
২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল। নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত পুরস্কার প্রাপ্তদের তালিকায় ছিলেন—কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
তবে পুরস্কার ঘোষণার পর থেকেই নীতিমালা ও প্রক্রিয়া নিয়ে সমালোচনার সৃষ্টি হয়, যা স্থগিতাদেশের কারণ হিসেবে দেখা হচ্ছে।