প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠী এম২৩ এর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাউইয়ের ৩ জন এবং উরুগুয়ের ১ জন শান্তিরক্ষী রয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহত করতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর বরাতে বলা হয়, শান্তিরক্ষীরা রক্তপাত এড়াতে বিদ্রোহীদের প্রতিরোধের চেষ্টা চালান।
এম২৩ গোষ্ঠী কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। বিদ্রোহীদের দাবি, তারা গোমা শহরের দিকে অগ্রসর হচ্ছে।
ডিআর কঙ্গো প্রতিবেশি রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তাদের অভিযোগ, এম২৩ গোষ্ঠীকে রুয়ান্ডা সেনাবাহিনীর সমর্থন রয়েছে। এই পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ডিআর কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, রুয়ান্ডার সেনারা কঙ্গো সীমান্তে জড়ো হয়েছে এবং গোমা দখলে এম২৩ বিদ্রোহীদের সহায়তা করছে। ২০১২ সালেও একইভাবে গোমা শহর দখল করেছিল এম২৩। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে বিদ্রোহীরা তখন দ্রুত সরে যেতে বাধ্য হয়।
এম২৩ গোষ্ঠীর এই তৎপরতা এবং শান্তিরক্ষীদের মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। জাতিসংঘসহ সংশ্লিষ্ট সব পক্ষ কঙ্গোতে সংঘর্ষ থামাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।