প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কে এম সফিউল্লাহ বীর উত্তম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৯০ বছর বয়সে রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার, ও ডিমেনশিয়াসহ নানা জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করা কে এম সফিউল্লাহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন ৩ নম্বর সেক্টরে। পরবর্তীতে ‘এস’ ফোর্স নামে একটি ব্রিগেড গঠন করে এর নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
স্বাধীনতার পর তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার জানিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করার প্রস্তুতি চলছে। তার মৃত্যুতে রাষ্ট্র ও জাতি এক মহান মুক্তিযোদ্ধাকে হারালো।
দেশের বিভিন্ন মহল থেকে কে এম সফিউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।