প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণাসহ সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “ডিসেম্বরে ভোট করতে চাইলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এর মধ্যে সীমানা পুনর্নির্ধারণ, ভোটার হালনাগাদ, নতুন দল নিবন্ধন এবং প্রয়োজনীয় আইন-কানুন ও বিধিবিধানের সংস্কার কাজ শেষ করতে হবে।”
সংসদের স্থায়ী কমিটির মুখাপেক্ষী হওয়ার বিষয়ে তিনি বলেন, “ইসির কাজ সংসদের স্থায়ী কমিটির হাতে গেলে কমিশনের স্বাধীনতা ও ক্ষমতা খর্ব হবে। সীমানা নির্ধারণসহ যেসব বিষয় ইসির এখতিয়ার, সেসব ক্ষেত্রে অন্য কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”
সিইসি আরও উল্লেখ করেন, “বিজয় দিবসে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে বলা হয়েছিল, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। তবে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে সব প্রস্তুতি শেষ করতে হবে।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান পটুয়াখালীতে এক সভায় বলেন, “ভোটার কার্যক্রম কীভাবে আরও সুষ্ঠু, নির্ভুল এবং গতিশীল করা যায়, সে বিষয়ে কাজ চলছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে ভোট অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার গুরুত্বও বারবার উঠে আসছে।