প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তা দমাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। ওই সময়ে র্যাবের মহাপরিচালক হারুন অর রশীদ গুলি ছোড়ার নির্দেশ দেন। হত্যার মামলায় তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা।
তিনি বলেন, ‘জুলাই গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তার সংখ্যা বেশি।’
এদিন আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
গত বছরের জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে ছাত্ররা। তাদের আন্দোলন রাজপথে গড়ালে তা দমাতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনী বেপরোয়া হয়ে ওঠে। ওই সময় আন্দোলন দমাতে র্যাবের হেলিকপ্টারে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে, যদিও র্যাব এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।