প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবার (২৭ জানুয়ারি) নির্ধারিত স্নাতক ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত ২টা ৪৪ মিনিটে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে ঢাবি কর্তৃপক্ষ সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।