প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
ফুলহ্যামের মাঠ থেকে নাটকীয় এক জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিসান্দ্রো মার্টিনেজের ৭৮তম মিনিটে দূরপাল্লার শটে গোল নিশ্চিত করে জয় আদায় করে নেয় ইউনাইটেড। শটটি ফুলহ্যামের মিডফিল্ডার সাসা লুকিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক বার্ন্ড লেনোর মাথার উপর দিয়ে জালে প্রবেশ করে।
ফুলহ্যাম শেষ মুহূর্তে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয়। কর্নার থেকে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডার ইউনাইটেড একাডেমি গ্র্যাজুয়েট টোবি কলিয়ার গোললাইন থেকে ক্লিয়ার করে দলের জয় নিশ্চিত করেন।
স্টপেজ টাইমে বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজ সুবর্ণ সুযোগ পেলেও ডি-বক্সের ভেতর থেকে শটটি গোলবারের উপর দিয়ে মারেন।
ইউনাইটেড তারকা আমাদ ডায়ালোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। কুবি মেইনুর সঙ্গে সমন্বয় করে গোল করলেও রিপ্লেতে দেখা যায়, তিনি অফসাইড পজিশনে ছিলেন।
এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড লিগ টেবিলের কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট, যা তালিকার ১২তম অবস্থান নিশ্চিত করেছে। ফুলহ্যামের ২৩ ম্যাচে সংগ্রহ ৩৩ পয়েন্ট নিয়ে তারা ১০ নম্বরে রয়েছে।