প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
কলম্বিয়া থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপটি কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্বাসিত অভিবাসীদের ফেরত আনা দুটি মার্কিন সামরিক প্লেনকে অবতরণে বাধা দেওয়ার পর নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে এবং কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।
ট্রাম্প জানান, এই ব্যবস্থাগুলো কেবল শুরু এবং তারা কলম্বিয়াকে তাদের বাধ্যবাধকতা পালন করতে বাধ্য করবেন।
এদিকে, এর প্রতিক্রিয়ায় কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কলম্বিয়ান প্রেসিডেন্ট পেত্রো অভিবাসীদের সম্মানজনকভাবে ফেরত পাঠানোর ওপর জোর দিয়ে বলেছেন, নাগরিকদের বেসামরিক প্লেনে ফেরত আনা হবে এবং প্রয়োজনে তার নিজস্ব প্লেন ব্যবহারেরও প্রস্তাব দেন তিনি।
প্রেসিডেন্ট পেত্রো আরও দাবি করেছেন, কলম্বিয়াতে ১৫ হাজার ৬৬৬ জন অবৈধ মার্কিন নাগরিক অবস্থান করছেন।
এই শুল্ক বৃদ্ধির ফলে কফি, কলা, অ্যাভোকাডো এবং ফুলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার সম্পর্কের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্রতর হয়েছে, এবং পেত্রো বলেছেন, ট্রাম্প কলম্বিয়ানদের নিচু জাতি মনে করেন, তবে কলম্বিয়া ভয় পায় না এবং তারা লড়াই করবে।
এদিকে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং সাম্প্রতিক সময়ে অনথিভুক্ত অভিবাসীদের আটক ও নির্বাসনে সামরিক প্লেন ব্যবহার এবং মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সূত্র: বিবিসি।