প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর পাংশায় বালু ব্যবসায়ী সাফিন খান হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন।
দুজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফুজ্জামান আরিফ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রশিদ কাজী অনুপস্থিত ছিলেন।
২০১৭ সালের ১৬ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাফিন খান। পরদিন পাংশার চরপাড়া গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে।
নিহতের ভাই ফরিদ হাসান বাদী হয়ে পাংশা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক (২) বলেছেন, “এটি একটি চাঞ্চল্যকর মামলা ছিল। আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
মামলার তিন আসামি সেলিম রানা, রতন মোল্লা, এবং কবিরুল ইসলাম সুমন অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় বেকসুর খালাস পেয়েছেন।