Print

সারাদিন

যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক: রেল উপদেষ্টা

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাত্রীদের জিম্মি করে আন্দোলনের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “দাবি থাকতে পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক।”

তিনি আরও জানান, রানিং স্টাফদের দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। একইসঙ্গে তিনি কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান।

রেলের রানিং স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতিতে গেছেন। এর ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।

উপদেষ্টা বলেন, “এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।”

রেলপথ উপদেষ্টা বলেন, স্টাফদের যে দাবি মাইলেজ অ্যালাউন্সের দাবি তা দীর্ঘ দিন ধরে বন্ধ আছে। তাদের এই দাবির অনেক অংশ আমরা এরইমধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর সমাধাণ দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।

Nagad
Nagad