Print

সারাদিন

চলন্ত ট্রাকে ধর্ষণের ঘটনায় চালককে আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আজ (৩০ জানুয়ারি) এই রায় দেন।

এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুন লকডাউনের সময় চন্দ্রা থেকে একটি ট্রাকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী ছিল। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর পার হওয়ার পর ট্রাকের হেলপার যাত্রীদের জানায় যে ট্রাকটি নষ্ট হয়ে গেছে, এবং সঙ্গী পুরুষরা নেমে যায়। তখনই ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব ওই তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে স্থানীয় এক যুবক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করে।

এ মামলার বিচার শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।