প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যারা সংস্কারের কথা বলেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ দেওয়া উচিত। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, যারা দলের বাইরে থেকেও সংস্কারের কথা বলেছেন, তারাও প্রশংসার দাবিদার।”
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে অস্ত্রের জোরে ক্ষমতা দখলকারীরা দেশটাকে ধ্বংস করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি—সবকিছু ভেঙেচুরে দিয়েছে। এখন আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, মেরামত করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি দুই বছর আগেই এই সংস্কারের কথা বলেছে। এরও আগে ২০১৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। তার মানে, বিএনপিই দেশের মানুষের কথা ভেবেছে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছে।”
তারেক রহমান বলেন, “আমরা যদি দেশে জবাবদিহিমূলক ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে কোনো সমস্যারই সমাধান হবে না। বাংলাদেশে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সময়মতো নির্বাচন হবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। প্রকৃত জনপ্রতিনিধি থাকলে জনগণের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতেন।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়েছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে। আমাদেরকে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”
তারেক রহমান বলেন, “বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের নেতৃত্ব দিতে হবে, দেশের মৌলিক সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। ৩১ দফা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।”
কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ড. মোরশেদ হাসান খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য ও প্রশিক্ষক ফারজানা শারমিন পুতুল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।