প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার গোলাপবাগে বাবা-মা বাসার বাইরে থাকাকালীন ৮ বছর বয়সী এক কন্যাশিশু ও ১৬ বছর বয়সী বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ জানুয়ারি) রাতে গোলাপবাগ বউবাজারে ভুক্তভোগীদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই বাসার ভাড়াটিয়া, রিকশাচালক রেজাউল করিমকে (৫০) আটক করেছে পুলিশ।
ভুক্তভোগীদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। পরিবারের সঙ্গে গোলাপবাগের বউবাজার এলাকার একটি বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের বাবা ফুটপাতে ভাত বিক্রি করেন, মা ফুটপাতে পিঠা বিক্রি করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী দুই বোনের বাবা-মা নিজেদের কাজের জন্য বাসার বাইরে থাকাকালে একই বাসার নিচ তলার ভাড়াটিয়া রেজাউল করিম ওই বাসায় ঢোকেন। তিনি দুই বোনকে ধর্ষণ করেন। পরে তাদেরকে উদ্ধার করে মধ্যরাতে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ ভর্তি করা হয়।
এসআই বলেন, অভিযুক্ত রেজাউল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।