Print

সারাদিন

মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর মডেল থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বরকত হোসেন রোমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শুক্রবার (৩১ জানুয়ারি) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে বরকত হোসেন রোমানকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারী ও আসামি বরকত হোসেন পূর্বপরিচিত ছিলেন। ঘটনার দিন তাকে ঘুরতে যাওয়ার কথা বলে মিরপুরের একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি।

পরে ভুক্তভোগীর বাবা মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালত বরকত হোসেন রোমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

আদালতের রায়ের পর বরকত হোসেন দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং সফল অভিযানের মাধ্যমে গুলশান থেকে তাকে গ্রেফতার করে।

গেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

Nagad
Nagad