প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
রংপুর সংবাদদাতা:
রংপুরে বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “স্থানীয় জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং চালকের খোঁজে অভিযান চলছে।”
এ ঘটনায় নিহতদের স্বজনদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।