প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, হরতালসহ যেকোনো কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী এসব পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, তারা কারাগারে আছেন। তারা যদি কোনো কর্মসূচির মাধ্যমে নাশকতার চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে আপাতত বড় কোনো আশঙ্কা দেখছি না।”
ডিএমপি কমিশনার জানান, “বইমেলায় নিরাপত্তার দায়িত্বে ডিএমপির পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোও থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সারা দিনই সড়ক বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হবে। বইমেলা চলাকালে এক মাস ভারী যানবাহন ঢাবি এলাকায় প্রবেশ করতে পারবে না।”
তিনি আরও বলেন, “উসকানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, সে বিষয়ে বাংলা একাডেমিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, যেন স্টলগুলোতে তোলা বই স্ক্রিনিংয়ের মাধ্যমে অনুমোদিত হয়।”
শহরের বিভিন্ন ইস্যুতে আন্দোলন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভঙ্গুর, এতে মানুষ কষ্ট পাচ্ছে। তাই আমি অনুরোধ করছি, রাস্তা অবরোধ না করে ফুটপাতে আন্দোলন করুন।”
শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, “আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা আমাদের জনগণের গায়ে হাত তুলতে চাই না। আমি আমার সহকর্মীদের লাঠিচার্জ না করার নির্দেশ দিয়েছি। আমরা দেশবাসীর সেবায় নিয়োজিত।”
আগামী বছর থেকে বইমেলায় প্রকাশিত বইগুলোর পাণ্ডুলিপি আগে জমা দেওয়ার নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ডিএমপি। কমিশনার বলেন, “বাংলা একাডেমির কাছে বইয়ের পাণ্ডুলিপি আগে জমা দিতে হবে, তারা যাচাই-বাছাই করে অনুমোদন দিলে তবেই বই প্রকাশ করা যাবে। এতে বিতর্কিত বা দেশদ্রোহী কনটেন্ট ঠেকানো সম্ভব হবে।”