প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় নারী দলের ১৮ জন সিনিয়র ফুটবলার গণঅবসরের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নারী উইংয়ের সঙ্গে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ৩০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জাতীয় নারী দলের ফুটবলাররা জানান, তারা প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের উত্তরসূরি মার্ক বাটলারের অধীনে খেলতে রাজি নন। তাদের অভিযোগ, বাটলারের আচরণ ও দৃষ্টিভঙ্গি ফুটবলারদের প্রতি নেতিবাচক। তিনি দায়িত্বে থাকলে সম্মানের সঙ্গে অবসর নেবেন বলে জানান অধিনায়ক সাবিনা খাতুন।
বাফুফে ইতোমধ্যে বাটলারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে। তবে ফুটবলারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্ত কমিটি গঠন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে সাত সদস্যের এই কমিটি শনিবার (১ ফেব্রুয়ারি) প্রথম সভা করে। সেখানে সিদ্ধান্ত হয়, বিশেষ বৈঠকে নারী ফুটবলারদের বক্তব্য শোনা হবে।
এই বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে নোটিশ পাঠানো হয়েছে গণঅবসরের হুমকিতে স্বাক্ষর করা ১৮ ফুটবলারকে। তারা হলেন—সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মারিয়া মান্দা, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মণিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, সুমাইয়া, রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার জুনিয়র, নিলুফার ইয়াসমীন নীলা, স্বর্ণারাণী মণ্ডল, সাথী বিশ্বাস, সাগরিকা ও নাসরিন আক্তার।
বাফুফের এই বৈঠকে ফুটবলারদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।