প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. এহতেসাম-উল হক। তিনি বর্তমানে পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত।
রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তার নিয়োগ সংক্রান্ত ফাইল অনুমোদন করা হয়েছে গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)।
এর আগে, গত ৪ জানুয়ারি চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় মাউশির মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম অবসরোত্তর ছুটিতে যান। এরপর থেকে পদটি শূন্য ছিল।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের জেরে গত ৫ আগস্ট অধ্যাপক নেহাল আহমেদ মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর অধ্যাপক এ বি এম রেজাউল করীম রুটিন দায়িত্ব পান এবং পরে তাকে চলতি দায়িত্বে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে, একই দিনে মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের পরিচালক পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা গোপীনাথ পাল, যিনি এর আগে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।