প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
সিলেট সংবাদদাতা:
সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও কয়েকজন।
রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার ডেমরা এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও খালাতো ভাই সোহেল ভূঁইয়া (৩৮)। নিহত সোহেল ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। জানা গেছে, তারা সবাই ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।