প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) এলাকায় ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা আমাদের নজরে এসেছে। লোকবলের সীমাবদ্ধতার কারণে অনেক সময় ট্রাফিক পুলিশ কিছু করতে পারেন না। এজন্য তাদের ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়ে যাওয়ায় আমরা কঠোর অবস্থানে গেছি। ব্যাপক ধরপাকড়ের ফলে অনেক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। গত ১৫ দিনে ছিনতাইয়ের পরিমাণ কমে এসেছে। এই কার্যক্রম আরও কঠোরভাবে চালিয়ে যাওয়া হবে।’
ডিএমপি কমিশনার জানান, নগরীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকদের সচেতন হওয়ার পাশাপাশি যাত্রীদেরও সেবা মানোন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। যাত্রীদের প্রয়োজনে ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শও দেন।
এছাড়া, শর্তসাপেক্ষে চালকদের নিয়োগপত্র দেওয়ার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম এবং প্রতিবেদন নিয়েছি।”
ডিএমপি কমিশনারের এসব ঘোষণার পর রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।