প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের একুশে পদকের জন্য ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করে।
এ বছর একুশে পদকের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন—চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান এবং সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম।
এছাড়া, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈনুল হাসান একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এই সম্মাননায় ভূষিত করার মাধ্যমে দেশের ক্রীড়াক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হলো।