প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি তার মা ও ভাইবোনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার আপন ভাইবোন শুধু শারীরিক নির্যাতনই করেনি, তাকে হত্যার পরিকল্পনাও করেছিল।
গেল কয়েকদিন ধরে পপি ও তার পরিবারের মধ্যকার জমি নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। তার মা মরিয়ম বেগম মেরি এবং ভাইবোনেরা অভিযোগ করেছেন, পপি খুলনায় বাবার রেখে যাওয়া ৬ কাঠা জমি একাই দখল করতে চান। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
অন্যদিকে, পপি এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেছেন, “আমি কোনো ভূমিদস্যু নই। বরং আমার ভাইবোনেরা আমার উপার্জিত অর্থ নিয়ে প্রতারণা করেছে। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, এমনকি হত্যার জন্য টাকাও দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি যখন উপার্জন করতাম, তখন পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ছিলাম। এখন ইনকাম না করায় তারা আমাকে শত্রুর মতো দেখছে।”
এর আগে, পপির মা ও ভাইবোনেরা অভিযোগ করেন, নায়িকা তাদের হুমকি দিচ্ছেন এবং জমির দখল নিতে চান। তবে পপি পাল্টা দাবি করেন, পরিবার তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করত।
এর আগে, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা ও ভাইবোনেরা। বাবার রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি- এমন অভিযোগ তাদের। ইতিমধ্যেই পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন।
অভিযোগ করা হয়, পপি তার বাবার জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাইবোনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।
তিনি জানান, খুলনার শিববাড়ির জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। পপির মা যে বাসাটিতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজ নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর তার বাবার ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখে নেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাইবোনের (২ ভাই ও ৩ বোন) ও মাকে হুমকি দিচ্ছেন পপি ও তার স্বামী।