প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পারিবারিক বাসভবন ‘বায়তুল আমান’ বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় অবস্থিত এই বাড়িটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধ জনতা বিভিন্ন দিক থেকে এসে বাড়িটি ঘেরাও করে। পরে একপর্যায়ে তারা ভবনটিতে ভাঙচুর শুরু করে এবং ভেকু ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসভবনটির ভাঙচুর অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।