প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। বিমানে থাকা পাইলটসহ সবাই প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩৭ মিনিটে উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশে যাত্রা শুরু করে বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। ৪৫ মিনিট পর, বিকেল ৩টা ১৮ মিনিটে, উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মার্কিন কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন, তবে বাকিদের উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়।
আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে, গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬৮ জন নিহত হন।