প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে রাতেই গাজীপুরে যান আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন তারা। হামলায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের দেখতে যাওয়ার পর, গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় আহতদের বেশিরভাগই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সকাল ১০টা পর্যন্ত ওই ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।