প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ধানমন্ডি ৩২ ও সারাদেশে গত দুই দিনের সহিংসতা ও ভাঙচুর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি মনে করে, বর্তমান পরিস্থিতি গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। এ ধরনের ঘটনাকে শুধু বিবৃতির মাধ্যমে এড়িয়ে যাওয়া নয়, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।
সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণে অনীহা উদ্বেগজনক। পরে শুধু বিবৃতি দিয়ে দায় এড়ানোর প্রবণতাও লক্ষণীয়।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যেতে হলে প্রতিশোধমূলক সহিংসতা নয়, বরং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
টিআইবি মনে করে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সক্রিয় হতে হবে। “শুধু বিবৃতির মাধ্যমে দায় সারলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাধাগ্রস্ত হবে,” বলেন নির্বাহী পরিচালক।
সংগঠনটি আশা প্রকাশ করে, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে এবং সব পক্ষ সহনশীলতার পরিচয় দেবে।