প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে ১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১০ দিনে দেশের ৬৪ জেলায় সভা-সমাবেশ করবে বিএনপি।
রিজভী বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকারের নানা চক্রান্ত ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ ঘোষণা করা জরুরি।’
তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সরকারদলীয় ব্যক্তিরা দখল করে রেখেছে এবং স্বৈরাচারী সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
বিএনপি জানিয়েছে, রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই সভা-সমাবেশ চলবে। দলটির নেতারা মনে করেন, এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে বিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে।
সংশ্লিষ্ট মহল বলছে, বিএনপির এই কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে।