প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চয়ন ইসলাম দীর্ঘদিন ধরে টেপিরবাড়ি এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন এক বহুতল ভবনের ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর পুলিশ ওই বাড়ি ঘেরাও করে।
পরে একই বাউন্ডারির চার ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সন্দেহ করছে, ওই বাড়িতে আরও কোনো আসামি থাকতে পারে। তাই সেখানে পুনরায় অভিযান চালানো হচ্ছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, “চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চয়ন ইসলামের গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।