প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সারাদেশে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রে বিদ্যমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও জনগণের দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হবে।’
এ কর্মসূচির আওতায় কেন্দ্রীয় নেতাদের ভাষণ ও সমাবেশের স্থান-তারিখও প্রকাশ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান শুরুর আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।