Print

সারাদিন

এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের আইবাস, স্বাস্থ্য অধিদফতর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথোরিটি ও মহিলা বিষয়ক অধিদফতর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায়, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৮২টি প্রতিষ্ঠান এনআইডি তথ্য যাচাই করে। তবে কোনো প্রতিষ্ঠান অনুমোদিত সীমার চেয়ে বেশি তথ্য সংগ্রহ করছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে নাগরিক তথ্য ফাঁসের ঘটনা ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ২০২৩ সালের ২০ ডিসেম্বর বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন।

এবার নতুন করে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইসি।

Nagad
Nagad

এনআইডি তথ্য সুরক্ষার বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।