Print

সারাদিন

সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রীসহ কারাগারে

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

সারাদিন ডেস্ক

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সন্দেহভাজন হিসেবে তার স্ত্রী জোসনা খানমকেও কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার তাদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, মামলায় জোসনা খানমের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চয়ন ইসলাম ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ২০০৮ ও ২০২৪ সালেও আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, চয়ন ইসলামের বাবা অধ্যাপক মাজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Nagad
Nagad