প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সারাদিন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদী জনতা নামে যারা নিজেদের পরিচয় দেন, তাদের তিনি হুমকি দেননি, বরং সতর্ক করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি আপনাদের প্রতি ঘৃণা পোষণ করি না, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। তবে কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে, তার আসন্ন পরিণতি সম্পর্কে সতর্ক করাও দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য বলে মনে করি।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর লক্ষ্যহীন মব সংস্কৃতি এক নয়। এই মব সংস্কৃতির কারণে শত্রুরা উপকৃত হচ্ছে। রাষ্ট্রের অখণ্ডতা ও শৃঙ্খলা রক্ষায় আমাদের কঠোর হতে হবে।’
মাহফুজ আলম বলেন, ‘এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নৈরাজ্য সৃষ্টি করছে। তবে অতীতে ইসলাম ফোবিয়ার নামে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হয়েছে, যা আর পুনরাবৃত্ত হবে না।’
তিনি সতর্ক করে বলেন, ‘যে স্বাধীনতা এত রক্ত দিয়ে অর্জিত, সেটি রক্ষায় প্রজ্ঞা না দেখালে নতুন করে জুলুম নেমে আসবে। আমি জালিম বা মজলুম—কোনোটি হতে চাই না, আল্লাহর কাছে পানাহ চাই।’
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা ব্যক্তিগত আক্রমণ, সন্দেহ সৃষ্টি, পরিবারের সদস্যদের হুমকি বা অসম্মান পরিহারের আহ্বান জানিয়ে বলেন, ‘চলুন বিভাজন ও ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার জন্য গড়ে তুলি। পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।’