Print

সারাদিন

শেখ হাসিনার বিচার করব, নয়তো মানুষ ক্ষমা করবে না: ড. ইউনূস

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-এর ফাঁকে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি জানান, এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে।

ড. ইউনূস বলেন, “আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনসহ অসংখ্য প্রমাণ রয়েছে। জাতিসংঘ এসব নথিবদ্ধ করেছে এবং হাসিনা ও তার সরকার কী করেছে, তার অনেক প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে।”

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি এটি সফলভাবে এগোবে এবং তাকে বিচারের আওতায় আনা হবে। এটি আমাদের করতেই হবে, নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না।”

জাতিসংঘের প্রতিবেদন ও নিহতদের সংখ্যা
সম্প্রতি জাতিসংঘের এক তদন্ত কমিশন প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়, ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার ও তাদের মিত্ররা ১,৪০০ মানুষকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ১৩ শতাংশ শিশু ছিল। এ ছাড়া, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৪৪ জন সদস্যও প্রাণ হারিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ড. ইউনূস আরও জানান, তার সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে। তিনি বলেন, “হাসিনা যখন দেশে সাধারণ মানুষকে হত্যা করছিল, তখন আমিরাতে থাকা বাংলাদেশিরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। এর ফলে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। আমি সরকার গঠনের পরপরই আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের মুক্তি দিতে অনুরোধ করি। বিষয়টি জানানোর পর আমিরাত সরকার আটক বাংলাদেশিদের মুক্তি দেয়।” সূত্র: দ্য ন্যাশনাল

Nagad
Nagad