Print

সারাদিন

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি, ছাড় দিতে নারাজ

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারতের আদানি পাওয়ার বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে, বাংলাদেশের অনুরোধ করা কর সুবিধা ও ছাড় দিতে রাজি হয়নি আদানি পাওয়ার।

গত বছরের ৩১ অক্টোবর বৈদেশিক মুদ্রার সংকট ও বিল পরিশোধে দেরির কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল আদানি। শীতকালীন চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ সীমিত পরিমাণে বিদ্যুৎ পেতে থাকলেও, আসন্ন গ্রীষ্মের চাহিদার কথা বিবেচনায় এনে সম্পূর্ণ সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার উভয় পক্ষের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও, চুক্তির বাইরে এক ডলারও ছাড় দিতে রাজি নয়।বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম। তবে, কিছুদিন আগেই তিনি জানান, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই এবং বিদ্যুৎ সরবরাহ শিগগিরই পুরোদমে শুরু হবে।বর্তমানে আদানি পাওয়ারকে প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করছে বাংলাদেশ।