Print

সারাদিন

জুনে মিলতে পারে আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ের সময়সীমা আবারও পিছিয়েছে। পূর্ব নির্ধারিত মার্চের পরিবর্তে আগামী জুনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে তোলা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “আমাদের কিছু কাজ বাকি আছে, তাই তাড়াহুড়োর প্রয়োজন নেই। অনেকে মনে করেন, আমরা ভিক্ষা করে এই ঋণ আনছি, কিন্তু বাস্তবে এটি কঠোর শর্তসাপেক্ষ এবং আমাদের নিজস্ব প্রয়োজনে নেওয়া হচ্ছে। সব শর্ত সঙ্গে সঙ্গে মানা সম্ভব নয়। তবে আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো অবস্থায় আছে, তাই আমরা মরিয়া হয়ে নেই।”

প্রথমে ৫ ফেব্রুয়ারি আইএমএফ পর্ষদের সভায় চতুর্থ কিস্তির প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও তা পিছিয়ে ১২ মার্চ নির্ধারণ করা হয়। এরপর আবারও তা পরিবর্তন করে জুনে নেওয়া হয়েছে। বোর্ড অনুমোদন দিলে কয়েক দিনের মধ্যেই দুই কিস্তির অর্থ একসঙ্গে ছাড় হতে পারে।

এদিকে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ইফাদ বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ তহবিলের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সরকার এসব খাতে আরও বেশি অর্থায়নের আহ্বান জানিয়েছে।

Nagad
Nagad