প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী মার্চের মধ্যেই দাখিল করা হতে পারে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এটি কোনো চূড়ান্ত সময়সীমা নয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় মঞ্জুর করে এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২০ এপ্রিল তারিখ নির্ধারণ করে।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনসহ প্রাপ্ত উপাদানগুলো তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হবে। মামলার প্রমাণের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে ২০২৪ সালের ২৪ নভেম্বর নতুন অধ্যাদেশ জারি করা হয়।
সংশোধিত আইনের আওতায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, সাবেক সচিব, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৪৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
নতুন আইনের আওতায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে এর কার্যকারিতা গণ্য করা হয়েছে এবং প্রথমবারের মতো গুমের অভিযোগও বিচারের আওতায় আনা হয়েছে।