Print

সারাদিন

যশোরে বিনোদনকেন্দ্র থেকে সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

যশোর সংবাদদাতা:

যশোরে নিজ মালিকানাধীন ‘শ্যামল ছায়া’ বিনোদনকেন্দ্রে অবস্থানকালে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে, সন্ধ্যা থেকেই গ্রামবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীরা বিনোদনকেন্দ্রটি ঘেরাও করে রাখেন।

নাগরিক কমিটির সদস্য আমানুল্লাহ জানান, সালাহউদ্দিন মিয়াজী ওই কেন্দ্রে অবস্থান করছেন কিনা তা নিশ্চিত হতে আটজন কর্মী সেখানে যান। এ সময় বিনোদনকেন্দ্রের লোকজন তাদের এক কর্মীকে মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে স্থানীয় গ্রামবাসীও এতে যোগ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, বিএনপির সমাবেশকে কাজে লাগিয়ে সালাহউদ্দিন মিয়াজী ‘সেফ এক্সিট’ নেওয়ার চেষ্টা করছিলেন। তবে ছাত্র প্রতিনিধি ও গ্রামবাসী তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল ও ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঝিনাইদহে সালাহউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে ঝিনাইদহ পুলিশের হেফাজতে দেওয়া হবে।

Nagad
Nagad