প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন, যার ফলে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, উপাচার্য এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ পরিস্থিতিতে সকাল থেকে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করেছেন। ক্যাম্পাসের বাইরে ভাড়া থাকা শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার ও আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।