প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২২তম সমাবর্তন আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার, সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন-এর অনুমতিক্রমে, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্ত ড. সলিমুল্লাহ খান।
এছাড়া, সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া অনোয়ার এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
২২তম সমাবর্তনে বিভিন্ন অনুষদে মোট ২,৫৪৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক, একাডেমিক পুরস্কার ও সনদপত্রও প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি অতিথিরা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা উপস্থিত থাকবেন।
এছাড়া, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।