প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, কমিশন এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে।
মামলার নথি অনুযায়ী, অ্যাননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে এই টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, আতিউর রহমান ও তার সহযোগীরা অনৈতিক উপায়ে অর্থ আত্মসাৎ করেছেন।
তবে, ২০২২ সালে দুদকের তদন্তে ঋণ অনিয়মের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় সে সময় মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। এবার নতুন করে মামলাটি দায়ের করা হলো।