Print

সারাদিন

চলে গেলেন সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের কোতোয়ালী থেকে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য হয়ে খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে মৎস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে দীর্ঘসময় ধরে সক্রিয় থাকা এই নেতার মৃত্যুতে বিএনপি ও চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Nagad
Nagad