প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিনটিকে “কালো দিন” এবং জাতির জন্য “কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,২৫ ফেব্রুয়ারি সেনাবাহিনীর জন্য কালো দিন। এদিন বাংলাদেশের শত্রুরা চক্রান্ত করে সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে হত্যা করে। এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করা।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ দলীয় নেতাকর্মীরা শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন।
মির্জা ফখরুল বলেন, সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তৎকালীন হাসিনা সরকার যথাসময়ে ব্যবস্থা না নিয়ে যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটতে দেয়। দুই দিন ধরে এই হত্যাযজ্ঞ চলে।
তিনি আরও বলেন,পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, তারা এই দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
বিএনপি মহাসচিব বলেন, ১৬ বছর পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে।