প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে কেন তাদের ওএসডি করা হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে বদলি/পদায়ন করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।
ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ, ১৩ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ৪৯ জন অতিরিক্ত ডিআইজি, এবং ১৯ জন পুলিশ সুপার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ওএসডি হওয়া এই কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন, যা বিতর্কিত হিসেবে আলোচিত ছিল।