প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে, যাতে বলা হয়েছে শিগগিরই এই পদত্যাগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিবের (চলতি দায়িত্ব) সচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ মাহমুদুল হোসেন খান। গতকাল মঙ্গলবার নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
নাহিদ ইসলাম, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি পদত্যাগের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক পথে যাত্রার সম্ভাবনা জাগিয়েছেন।
এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণা দিয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়েই মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। নতুন এই দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আখতার হোসেন।