প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) স্প্রিং ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হাসানুল এ. হাসান, ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রোক্টর ও বিভিন্ন অনুষদের ডিনরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।
ওরিয়েন্টেশন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী মিনার রহমান।