প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে এই সংগঠনটির নাম আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই স্থানে সংবাদ সম্মেলনে নতুন সংগঠন গঠনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ কয়েকজন শিক্ষার্থী। তারা ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে স্বতন্ত্রভাবে এই সংগঠন গড়ে তোলার পরিকল্পনা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ নতুন ছাত্র সংগঠন গঠনের দিকে এগিয়ে গেলেও, আরেকটি অংশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া প্রায় শেষ করেছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউতে এই দলটির আত্মপ্রকাশ হবে বলে গত সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এই দলে যোগ দিতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বে ছিলেন।