প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ তালিকায় আছেন—সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, সাবেক এমপি আলী আজম মুকুল, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও হাজী মোহাম্মদ সেলিম।
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে আদালতে তোলার সময় দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে। তার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট।
তার পেছনে ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যার এক হাতে হাতকড়া লাগানো ছিল। এরপর ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যার দুই হাতই হাতকড়া পরানো অবস্থায় ছিল।
একইভাবে হাতকড়া পরানো অবস্থায় আদালতে হাজির করা হয় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক এমপি হাজী সেলিমকে।
এরপর তাদের একে একে আদালতের কাঠগড়ায় তোলা হয়। হাতকড়া খোলার পরও তাদের মধ্যে এক ধরনের বিমর্ষ ভাব ছিল। সালমান, আনিসুল ও দীপু মনিকে নিজেদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
একপর্যায়ে বিচারক এজলাসে প্রবেশ করলে সবাই চুপ হয়ে যান। এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয়।